অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর রিপোর্টে বাংলাদেশ ১০৭ নম্বরে


ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ২০১৫ সালের বৈশ্বিক ব্যবসা প্রতিযোগিতা রিপোর্টে বাংলাদেশের অবস্থান গত এক বছরে দুই ধাপ এগিয়ে এখন ১০৭ নম্বরে। সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাজারের আকারসহ কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও প্রাতিষ্ঠানিকীকরণ, আর্থিক খাতের উৎকর্ষ ও বাজার কার্যকরিতার ক্ষেত্রে নেতিবাচক অবস্থা দেখা যাচ্ছে। ঢাকায় রিপোর্টটি প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। সিপিডি বলছে, রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দুই ধাপ এগোলেও তুলনামূলকভাবে একই অবস্থানে আমরা রয়েছি। সিপিডি’র অতিরিক্ত গবেষণা পরিচালক ড.খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দুর্নীতি, অবকাঠামোসহ এখনো বেশ কিছু বাধা রয়ে গেছে।
সিপিডি বলছে, ভারত, ভিয়েতনামসহ অধিকাংশ দেশ যে গতিতে এগিয়ে চলছে সে তুলনায় বাংলাদেশের অগ্রগতি অনেক ধীরগতির।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG