বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচনের তফসিল একমাস পেছানোর দাবী জানিয়েছে ঐক্যফ্রন্ট।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐক্যকফ্রন্টের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত খুবই কঠিন। সাত দফা দাবী তো আছেই। সেই সাথে তফসিল একমাস পিছিয়ে নতুন তফসিল ঘোষনা দেয়ার দাবী জানান তারা।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডঃ কামাল হোসেন বলেন, জনগনের দাবী মানা না হলে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।