বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে দিয়েছে। এখন ভোট গ্রহণ হবে ৩০শে ডিসেম্বর। আগে ২৩শে ডিসেম্বর স্থির হয়েছিল। এখন ২৮শে নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিরোধী জাতীয় ঐক্যফ্রন্ট বলেছে, এক সপ্তাহ নয়, এক মাস পেছানোর দাবিতে তারা এখনো অনড়।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন পেছানোর দাবিতে ঐক্যফ্রন্ট যে চিঠি দিয়েছিল সেটা বিবেচনায় নিয়ে সোমবার সকালে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুটি মনোনয়ন ফরম কেনা হয়েছে। কারারুদ্ধ খালেদা জিয়ার পক্ষে ৩টি ফরম কেনা হলেও দুর্নীতির মামলায় দন্ডপ্রাপ্ত হওয়ার কারণে তিনি নির্বাচনে যোগ্য হবেন কিনা এখনো স্পষ্ট নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ জন নেতা সোমবার বিকেলে খালেদার সঙ্গে সাক্ষাত করেছেন। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তার সুচিকিৎসা দরকার।