অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা


বাংলাদেশে নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।

ঢাকায় বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ইসি সচিব বলেন ইউরোপিয়ান ইউনিয়ন- ইইউ এর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক কালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রতিনিধি দলটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, কমিশন প্রতিনিধি দলেকে আশ্বস্ত করেছে অইনের মধ্যে থেকে এ লক্ষ্য অর্জনে সকল ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনজি তিরিংক সাংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রক্রিয়া ও পরিবেশ দেখতে নভেম্বরের শেষ সপ্তাহে ইইউ এর দুইজন প্রতিনিধি বাংলাদেশে আসবেন এবং তাঁরা কয়েক সপ্তাহ এখানে অবস্থান করবেন।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG