অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বাংলাদেশে তরুন ভোটারদের ভাবনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন


বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি ৪৪ লাখ। এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যা ৪ কোটি ২০ লাখ। যাদের বয়স প্রায় ১৮-৩৫ বছরের মধ্যে। আর যদি বয়সের সীমা ১৮ থেকে ৪০ বছর ধরা হয় তবে মোট ভোটারের অর্ধেকেরও বেশী তরুন ও যুব সমাজের ভোটার। এর মধ্যে গত ১০ বছরে দেশে তরুণ ভোটার বেড়েছে দুই কোটির ২৫ লাখের বেশি। আর এই সময়ের মধ্যে যারা ভোটার হয়েছেন, তাদের অধিকাংশের বয়স এখন ১৮-২৮ বছর। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন 'বাংলাদেশে তরুন ভোটারদের ভাবনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন'।

আজ অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হুসাইন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

এছাড়া মাঠ পর্যায়ের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা সংবাদদাতা শরীফ মুজিব, চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস এবং বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর। সেই সাথে তিনজন তরুন ভোটারের সঙ্গেও আমরা কথা বলি একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা জানতে। আর অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাওহীদুল ইসলাম।


XS
SM
MD
LG