অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন ও সন্ত্রাস একসাথে চলতে পারে না: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার


বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার জাতীয় নির্বাচনে ক্রমবর্ধমান সহিংসতা এবং সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন নির্বাচন এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না।

বুধবার ঢাকায় সাংবাদিকদের উপস্থিতিতে এক লিখিত বিবৃতিতে মাহবুব তালুকদার এ উদ্বেগের কথা জানিয়ে বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যায় না। তিনি বলেন, নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলেই হবে না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষে ও আইনানুগ হতে হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে মাহবুব তালুকদার সকল পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁদেরকে ভয়-ভীতি এবং প্রলোভনের কাছে নতি স্বীকার না করে নির্ভয়ে তাঁদের ইচ্ছা অনুযায়ী প্রার্থীকে ভোট দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মনে রাখতে হবে এবারের নির্বাচন সমগ্র জাতির আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG