অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শুরু


বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশের ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নতুন ভোটার এবার ১ কোটি ২৩ লাখ। মোট পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন হচ্ছে না। এবার ৪০ হাজার ৫১টি ভোট কেন্দ্রের ২ লাখ ৫ হাজার ৬৯১টি ভোটকক্ষে ভোটগ্রহণ হচ্ছে। ছয়টি আসনে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

এবারই প্রথম নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে চূড়ান্তভাবে ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে ১ হাজার ৭৩৩ জন এবং বাকি ১২৮ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৭২ জন, বিএনপির ধানের শীষ প্রতীকে ২৮২ জন, জাতীয় পার্টি-জাপার লাঙ্গল প্রতীক নিয়ে ১৭৫ জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। নিবন্ধিত দলের মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সর্বাধিক ২৯৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে আছেন। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের ১৪৭ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে সিপিবির ৭৪ জন প্রার্থী কাস্তে প্রতীকে নির্বাচন করছেন।

শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের জন্য কেবল ভোটকেন্দ্র পাহারায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৬ লাখ ৮ হাজার জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পুলিশ ১ লাখ ২১ হাজার, আনসার ৪ লাখ ৪৬ হাজার ও গ্রামপুলিশ ৪১ হাজার। এ ছাড়া ৪১৪ প্লাটুন সেনা, ৪৮ প্লাটুন নৌ-বাহিনীর সদস্য, ৪২ প্লাটুন কোস্টগার্ড, ৯৮৩ প্লাটুন বিজিবি ও ৬০০ প্লাটুন র্যাব সদস্য ভোটের মাঠে রয়েছেন। এ ছাড়া স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে র‍্যাব ও বিজিবি সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

XS
SM
MD
LG