অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নির্বাচন কমিশনের ইমেজ পুনরুদ্ধারের তাগিদ নাগরিক সমাজের


বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা নির্বাচনকে ভয়মুক্ত ও সবার অংশগ্রহণ নিশ্চিতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি উদ্ধারের তাগিদ দিয়েছেন। বিগত ৫ই জানুয়ারির মতো আর কোন নির্বাচন যাতে না হয় সে বিষয়েও নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচনে ‘না’ ভোট চালু করার উপর জোর দিয়েছেন অনেকেই। বলেছেন, সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে রাখতে হবে। নির্বাচনের সময় বিদেশী পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানোর সুপারিশও করেছেন তারা।

সংলাপের প্রথম দিনে ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩০ জন সশরীরে উপস্থিত ছিলেন। অসুস্থতা ও বিদেশে থাকায় কেউ কেউ লিখিত মতামত দিয়েছেন। এ সংলাপে হাজির ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য একাধিক প্রস্তাব দেন।

নাগরিক সমাজের প্রতিনিধিদের নানা সুপারিশের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন। সবার মতামত নিয়ে নির্বাচন কমিশন কৌশল নির্ধারণ করবে, এটাও জানান তিনি।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG