অ্যাকসেসিবিলিটি লিংক

শপথ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীরা, চলবে আন্দোলন


বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের যে সকল প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বলে রোববার ফ্রন্টের শীর্ষ নেতাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে ঐক্যফ্রন্ট নেতা এবং গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ৩০শে ডিসেম্বর নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তা জাতীয় ঐক্যফ্রন্ট সেদিনেই প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচন আবারো প্রমাণ করেছে এদেশে দলীয় সরকারের অধীনে অবাধ-নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বলে উল্লেখ করে মোস্তফা মহসীন মন্টু বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে।

এদিকে, ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড প্রাপ্ত সাবেক মন্ত্রী নাজমুল হুদা রোববার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG