বাংলাদেশ আশা করছে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির কাজ রাশিয়া নির্দিষ্ট সময়ে শেষ করবে। বর্তমানে বাংলাদেশ সফররত রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক এস ভি কিরিয়েঙ্কো মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করলে প্রধানমন্ত্রী এ আশাবাদের কথা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়য়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন দেশের পশ্চিমাঞ্চলের রুপপুরে ২০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পরমাণু বিদ্যৎ কেন্দ্রের কাজ নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রোসাটমের মহাপরিচালক। মুখপাত্র আরও জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় দেশিয় বিশেষজ্ঞ তৈরিতে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।