অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পরিস্থিতি নির্বাচন না হওয়ার দিকে অগ্রসর হচ্ছে: মন্তব্য ড. তোফায়েল আহমেদের


বাংলাদেশে অব্যাহত সহিংসতায় নির্বাচনী পরিবেশ কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। যদিও প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, পরিবেশ ঠিকই আছে।

বিরোধীরা বলছেন, হামলা-মামলা আর গ্রেপ্তারে সমর্থকরা যেমন পলাতক তেমনি অনেক প্রার্থী নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। রাজধানী ঢাকায় সরকার সমর্থক ছাড়া অন্য কোন দলের প্রার্থীদের কোন পোস্টার নেই। ব্যানার নেই। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মিছিলও অনুপস্থিত। নির্বাচন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বলছেন, তার মনে হয়, পরিস্থিতি নির্বাচন না হওয়ার দিকে অগ্রসর হচ্ছে।

গত ৭ দিনে ৪৫টি জেলায় ৯৬টি সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ জন নিহত এবং আহত হয়েছেন হাজারখানেক। গ্রেপ্তার হয়েছেন প্রায় ১ হাজার। ধানের শীষের ২ জন প্রার্থী গ্রেপ্তার হয়েছেন। জাতিসংঘের তরফে বলা হয়েছে, নীতিগত কারণে নির্বাচন অবশ্যই ইতিবাচক আবহে হতে হবে। এটা অবশ্যই কোন ধরনের বল প্রয়োগ ছাড়া মুক্তভাবে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা নিজেরা হামলা করে দোষ চাপাচ্ছে সরকারের ওপর। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় ১২ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। রোববার ১৩টি জেলায় সহিংস ঘটনা ঘটেছে। ধানের শীষের প্রার্থীদের গাড়ি বহরে হামলা হয়েছে। টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে লতিফ সিদ্দিকী জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে অবস্থান ধর্মঘট করেন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত নির্বাচন হয় কিনা?

please wait

No media source currently available

0:00 0:01:58 0:00


XS
SM
MD
LG