অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ আলোচনা, বর্ণাঢ্য র‍্যালির মত সচেতনতামুলক কর্মসূচীর মাধ্যমে পালন করেছে বিশ্ব এইডস দিবস


বিশ্বের অন্যান্য যায়গার মত বাংলাদেশেও শনিবার বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা আলোচনা, বর্ণাঢ্য র‍্যালির মত সচেতনতা মুলক কর্মসূচীর মাধ্যমে পালন করেছে বিশ্ব এইডস দিবস ।

জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা গুলোর দেয়া তথ্য মোতাবেক বর্তমানে পৃথিবীতে এইডস এর জীবাণু বহনকারী মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি । তাদের মধ্যে প্রায় এক কোটি লোকের কোন ধারনাই নাই যে তাঁদের শরীরে এই ঘাতক জীবাণুটি রয়েছে। তাই ২০১৮ সালের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য বিষয়টি নির্ধারিত হয়েছে 'এইচআইভি/এইডস পরীক্ষা করুন, নিজের অবস্থা জানুন'।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইডস কর্মসূচীর ২০১৭ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে এইডসে আক্রান্ত মানুষের সংখ্যা ১৩২০০ জন হলেও শনাক্ত করা হয়েছে ৫৮৬৫ জন। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৩২৬৫ জনকে চিকিৎসার আওতায় আনা হয়েছে যার মধ্যে মারা গেছেন ৯২৪ জন। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশে সাধারণ জনগণের মধ্যে এইচআইভি/এইডস সংক্রামণের হার দশমিক শূন্য এক শতাংশেরও কম । তবে ঝুঁকি পূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এই হার কিছু বেশি বলে উল্লেখ করে তাঁরা বলেছেন বিশেষ করে শিরায় মাদক গ্রহণকারী, যৌনকর্মী এবং প্রবাসী শ্রমিকদের মধ্যে এই রোগের হার অনেক বেশী ।

বিশেষজ্ঞরা বলেছেন সংযত এবং সংযমী জীবন যাপন এইচআইভি/এইডস সংক্রামণের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। এ বিষ্যয়ে ভয়েস অব অ্যামেরিকার সাথে কথা বলেছেন এসটিআই/এইডস নেট ওয়ার্ক অব বাংলাদেশের সাবেক মহাসচিব এ একে এম মাকসুদ এ একে এম মাকসুদ বলেন যৌন আচার আচরনে সংযমী হওয়া ছাড়াও এইচআইভি/এইডস সংক্রামন রোধে শিরার মাধ্যমে মাদক গ্রহন বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে ।

please wait

No media source currently available

0:00 0:06:35 0:00


XS
SM
MD
LG