অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় ঐক্যফ্রন্টের পুনঃভোটের দাবি নাকচ করলেন প্রধান নির্বাচন কমিশনার


বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভোট ডাকাতির অভিযোগে একাদশ জাতিয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্টের পুনঃভোটের দাবি নাকচ করে দিয়েছেন।

সোমবার ঢাকায় নির্বাচন উত্তর এক সংবাদ সম্মেলনে নুরুল হুদা জানিয়েছেন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। তিনি দাবি করেন নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে এবং ভোটে কোনও অনিয়ম হয়নি। ভোটের আগের রাতেই ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন এমন অভিযোগ সম্পূর্ণ অসত্য।

বিরতিহীন ভোট গ্রহণের কথা থাকলেও মধ্যাহ্ন ভোজের নামে ভোট কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে ভেতরে ভোট কারচুপি করা, দেশের অধিকাংশ আসনেই বিরোধী প্রার্থীর এজেন্টকে বের করে দেয়া, ভোট কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেয়ার মত অভিযোগ প্রসঙ্গে নূরুল হুদা বলেন বিচ্ছিন্ন ভাবে এধরনের কিছু ঘটে থাকলে সেটা নির্বাচন কমিশন তদন্ত করে দেখবে। এদিকে, নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ বিরোধী দলকে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG