অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার হবে: কে এম নুরুল হুদা


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হলে সেটা হবে সংবিধান বিরোধী। আর এটি ব্যবহার করা হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট মামলা করবে বলে হুশিয়ারি উচ্চারণের পরের দিনই প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করবে, আর এতে কোনো আইনগত বাধা নেই। তারা ইভিএম ব্যবহার থেকে পিছিয়ে যাবেন না; কারণ এতে অর্থ ও সময় বাচবে। ঢাকায় শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ইভিএম কিভাবে ব্যবহার করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনের শনিবারের বৈঠকে।


এদিকে, বিএনপির পক্ষ থেকে শুক্রবার ইভিএম ব্যবহারের বিপক্ষে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে প্রধান নির্বাচন কমিশনার অটল রয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00

XS
SM
MD
LG