ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় মির্জা ফখরুলের গাড়িসহ বহরে থাকা বেশ কটি গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
এদিকে বগুড়ার ধুনটে নির্বাচনী প্রচারণা কালে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা করা হয়েছে। এসময় ওই প্রার্থীর গাড়িসহ চারটি মাইক্রোবাস এবং বিশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর জের ধরে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
এর আগে সোমবার রাতে ধানের শীষের ভোট চাওয়ায় নাদিম ও মাসুম নামের দুই বিএনপি কর্মীকে মারপিট করে আওয়ামী লীগ কর্মীরা। এসময় যুবদল নেতা মুরাদ প্রতিবাদ করায় ওই রাতে মুরাদের বাড়িতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
প্রতীক ওমর, বগুড়া