অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে মঙ্গলবার ১১ই ডিসেম্বর


ভারতে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে মঙ্গলবার ১১ই ডিসেম্বর। তার আগে থেকেই বিজেপি সম্ভাব্য জোট সঙ্গী খুঁজতে শুরু করেছে।

শুক্রবার ৭ই ডিসেম্বর নির্বাচনের অনেক আগে থেকেই নানা রাজ্যে বিজেপি বিরোধী হাওয়া টের পাওয়া যাচ্ছিল। ভোটের দিন বুথ ফেরৎ সমীক্ষা, বা এক্সিট পোলের হিসেবেও দেখা যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা কম। রাজস্থান আর মধ্যপ্রদেশে তো বটেই, এমনকি ছত্তিসগড়েও তারা দোলাচলে রয়েছে। এই অবস্থায় বিজেপি নতুন জায়গায় জোট বেঁধে সরকারে আসার পথ খতিয়ে দেখছে। তাদের প্রথম লক্ষ্য ছিল তেলেঙ্গানা। যদিও ওই রাজ্যে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস তেমন বিপদে পড়েনি। তবু বিজেপি আগ বাড়িয়ে বলেছে, টিআরএস যদি আসাউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তাহিদুল মুসলিমিন বা এআইএমআইএম-এর সঙ্গ ত্যাগ করে, তা হলে বিজেপি তাদের সমর্থন করতে পারে। আজ টিআরএস স্পষ্ট বলে দিয়েছে, তারা বন্ধুকে ছাড়বে না। বিজেপির সমর্থন তাদের দরকার নেই।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG