অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন বিষয়ে সাবেক নির্বাচন কমিশনারের বিশ্লেষণ


Bangladesh Election Commission

৪ দিনের বাংলাদেশ সফরের শেষ দিন বুধবার রাতেই ইউরোপীয়ান পার্লামেন্টের প্রতিনিধি দল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন।

এমন তাগিদ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে এই প্রথম নয়। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষ থেকেও এমন তাগিদ দীর্ঘদিনের। আগামী ডিসেম্বর নাগাদ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু বাস্তব পরিস্থিতি নানা কারণে জটিল হয়ে উঠেছে।

এ অবস্থায় সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ পরিস্থিতি, বাধাসমূহ এবং করণীয় সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি বর্তমানে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস এবং নির্বাচনী ব্যবস্থাপনা বিষয়ে গবেষণারত।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:05:30 0:00


XS
SM
MD
LG