বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি্র চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির শীর্ষ নেতারা ।
সোমবার ঢাকায় জাতিয় প্রেস ক্লাবের সামনে এক মানন বন্ধন কর্মসূচী থেকে এমন ঘোষণা দিয়ে বিএনপি নেতারা তফসিল ঘোষণার আগেই বর্তমান সরকারের পদত্যাগ এবং বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি জানান।
একটি দুর্নীতির মামলায় ৫ বছরের জন্য কারাবাসে থাকা খালেদা জিয়ার মুক্তি এবং তাঁর সুচিকিৎসার দাবিতে করা মানব বন্ধন এক সময় বিশাল জন সমাবেশের রূপ নেয়। দলের মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলগীর বলেন গ্রহণযোগ্য নির্বাচন চাইলে
অবশ্যই বেগম জিয়াকে মুক্ত করে দিতে হবে। জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেন । বৃহত্তর জাতিয় ঐক্যের ডাক দিয়ে মির্জা ফখরুল বলেন সময় এসেছে দেশে জনগণের সরকার, জনগণের গণতন্ত্র এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার।