বাংলাদেশের ১১ তম জাতিয় নির্বাচনকে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে বাঁ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
শুক্রবার ঢাকায় রফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে বলেন তিনি সিচিব হন কিংবা পুলিশ প্রধান হন এ বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবেনা । প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের এ ধরনের সতর্ক বার্তা কিংবা আশ্বাস সরকার বিরোধী রাজনৈতিক দল কিংবা জোট সমুহকে এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারেনি। তাঁরা নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ বলে বর্ণনা করা ছাড়াও গত সপ্তাহে খোদ জাতিয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির শুক্রবার সাংবাদিকদের বলেছেন নির্বাচন কমিশন সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে এবং গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য এ যাবত তারা কোন পদক্ষেপই নেয় নাই। তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে।