অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনী কর্মকর্তাদের সাহস এবং সততার সঙ্গে  দায়িত্ব পালন করতে হবে-নির্বাচন কমিশনার


kabita khanom-EC
kabita khanom-EC

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন আগামী সাধারণ নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের সাহস এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার ঢাকায় সহকারী নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী এক ব্রিফিং অনুষ্ঠানে কবিতা খানম বলেন নির্বাচন কমিশন এমন কোন নির্বাচন চায়না যার জন্য তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে ।

এদিকে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত বলেছেন সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আবহ তৈরি হলেও সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ এখনও শঙ্কা ও উদ্বেগ থেকে মুক্ত হতে পারছে না। আজ এক সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিরা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হবেন না। তিনি বলেন এই শঙ্কা ও উদ্বেগ থেকে মুক্ত করার দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলকে নিতে হবে।

জহুরুল আলমের প্রতিবেদন।

XS
SM
MD
LG