অ্যাকসেসিবিলিটি লিংক

একাদশ সংসদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়া শুরু


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ ও রংপুরের দুটি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়। কারাবন্দি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনটি আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। শুধু তাই নয়, ২৪০ আসনের বেশির ভাগ আসনেই বিকল্প প্রার্থী দিয়েছে বিএনপি। এই অবস্থায় আরও ১১দিন পর জানা যাবে আসলে বিএনপির প্রার্থী কে? জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ও ডা. জাফরুল্লাহ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

নির্বাচন কমিশন রিটানিং অফিসারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বারণ করেছে। মঙ্গলবার এ মর্মে একটি নির্দেশনা জারি হয়েছে। এর আগে পর্যবেক্ষকদের ব্যাপারে নির্দেশনা দেয় কমিশন। এতে বলা হয়েছে, পর্যবেক্ষকরা কেন্দ্রের ছবি তুলতে পারবেন না। কেন্দ্রের পরিবেশ ভিডিও করা যাবে না। গণমাধ্যমের কাছে পর্যবেক্ষকরা সাক্ষাতকার দিতে পারবেন না। মোবাইল ফোনও ব্যবহার করা যাবে না। মূর্তির মতো দাঁড়িয়ে তারা শুধু ভোট পর্যবেক্ষণ করবেন। এ নিয়ে বিস্তর সমালোচনা হলেও কমিশন তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। কেন্দ্র থেকে সরাসরি ভোটের ফলাফল টেলিভিশনে বা রেডিওতে প্রচার করা যাবে না এটা আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মনে করেন রিটার্নিং অফিসাররা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না এটা ঠিকই আছে। কিন্তু পর্যবেক্ষকদেরকে মূতির মতো দাঁড়িয়ে থাকতে হবে তা গ্রহণযোগ্য নয়।

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, মিছিল ও বিক্ষোভ করছেন। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওদিকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেছেন, লড়াইয়ে নেমেছি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

XS
SM
MD
LG