এক গাদা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন রীতিমতো হিমশিম খাচ্ছে। মনোনয়ন বাছাইয়ে ৭৮৬ জন প্রার্থীকে অযোগ্য ঘোষণার পর ব্যাপক প্রতিক্রিয়া চারদিকে। একদিনে ৮২ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছেন। জামায়াতে ইসলামীর একজন প্রার্থী হাইকোর্টে হাজির হয়ে তার মনোনয়ন বৈধ করেছেন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ৬ জন রিটার্নিং অফিসারকে শোকজ করেছে। এদের বিরুদ্ধে অভিযোগ, সম্ভাব্য প্রার্থীরা সময় মতো রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হলেও নানা অজুহাতে তাদেরকে মনোনয়নপত্র জমা দেয়া থেকে বিরত রাখা হয়। এ সম্পর্কে আইন বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, তুচ্ছ ত্রæটির জন্য বিপুল সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনা এর আগে কখনো ঘটেনি।
ওদিকে জাতীয় ঐক্যফ্রন্টের তরফে সন্ধ্যায় এক চিঠিতে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার পর রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহŸান জানানো হয়েছে। ইতিমধ্যেই যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেয়ার জন্য নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী