অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামী লীগ, বিএনপির প্রার্থী ঘোষণা


Awami league bNP

বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।নিজেদের জন্য ২৪০টি আসন রেখে ছয়টি শরিক দলকে ১৬টি আসনে নৌকার চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি ২০৬টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন। ওদিকে, আওয়ামী লীগ শরিক দলগুলোর মধ্যে ওয়ার্কাস পার্টিকে পাঁচটি, জাসদ (ইনু) তিনটি, জাসদ (আম্বিয়া) একটি, জেপি দুটি, তরিকত ফেডারেশন দুটি এবং বিকল্প ধারাকে তিনটি আসন দিয়েছে। জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি আসন দেয়া হতে পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি শরিক নেতাদের কাছে চূড়ান্ত মনোনয়নের চিঠিও হস্তান্তর করেন। যে ১৭টি আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল সেসব আসনেও একক প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েছেন দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ওবায়দুল কাদের বলেন, জয়ী হতে পারে এমন প্রার্থী দেখেই আমরা মনোনয়ন দিয়েছি। ওদিকে, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে।এদিন ১৫০টি আবেদনের মধ্যে ৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে ৬১ জনের আবেদন। আটটি আবেদন স্থগিত রাখা হয়েছে এবং একজন অনুপস্থিত ছিলেন। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরআগে প্রথম দিনের শুনানিতে ৮০ জন তাদের প্রার্থিতা ফিরে পান।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG