অ্যাকসেসিবিলিটি লিংক

শীর্ষ স্থানীয় নেতাদের নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয়


hasina-kamal
hasina-kamal

বাংলাদেশের ১১তম জাতিয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন শনিবার নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ স্থানীয় নেতারা নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে অথবা সংবাদ সম্মলনে বা বিবৃতির মাধ্যমে তাদের এ প্রত্যয় ব্যক্ত করেন । প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন কোনও অবস্থাতেই রোববারের জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় ঐক্য ফ্রন্ট সরে দাঁড়াবে না । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির সকল ভোটারকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার পর ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহবান জানিয়েছেন। বাংলাদেশের কম্যুনিস্ট পার্টি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকারের নীলনকশা বানচাল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ভোটের পরিবেশ নির্বিঘ্ন করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। জাতিয় নির্বাচনের প্রাক্কালে শনিবার এক সংবাদ সম্মেলনে নূরুল হুদা প্রার্থীদের এজেন্টদের নির্বাচনী দায়িত্ব পালনে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্যও তাদের নির্দেশ দেন। এদিকে, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত

XS
SM
MD
LG