চট্টগ্রামে শেষ হয়েছে নির্বাচন প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপারসহ নির্বাচন সরঞ্জাম। রাত পোহালে রোববার সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। চট্টগ্রামের ১হাজার ৮৯৯টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। শনিবার সকাল থেকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে অবস্থান নেন নিজ নিজ কেন্দ্রে।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোন ধরনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনীকে সর্তক অবস্থানে রাখার কথা জানিয়েছে প্রশাসন।যে কোন পরিস্থিতির মোকাবেলায় প্রশাসন প্রস্তুত বলে জানান চট্টগ্রাম মেট্রোপুলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমান।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, জোট-মহাজোটের ১১৫জন প্রাথী। ভোটার হচ্ছেন ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌসের প্রতিবেদন।