প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন, আগামী জুলাইয়ের মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর অর্থাৎ ৫টি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে। বিশ্লেষকগণ বলছেন, ৫টি সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় পর্যায়ের নির্বাচন হলেও, জাতীয় রাজনীতিতে এর প্রভাব প্রতিক্রিয়া যথেষ্ট। কারণ ওই ৫ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়া সুষ্ঠুভাবে, স্বচ্ছ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে হলো কিনা- তার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। আবার সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতিই বা কতোটুকু বিদ্যমান রয়েছে এ নিয়েও নানা সংশয় সন্দেহ রয়ে গেছে বিভিন্ন মহলে।
এ প্রশ্নে বিশ্লেষণ করেছেন নির্বাচন এবং স্থানীয় সরকার বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ মনে করেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নানা বাধাবিঘ্নের মধ্যেও নির্বাচন কমিশনের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনকে সে লক্ষ্যেই কাজ করে যেতে হবে বলে মনে করেন তিনি।.