ভোক্তাদের সুলভে বিদ্যুৎ প্রদানের আদর্শ থেকে বিদ্যুৎ খাত বিচ্যুত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে কঞ্জুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব।
ক্যাব এর কয়েক দফা আবেদনের প্রেক্ষিতে এনার্জি রেগুলেটরি কমিশন এই প্রথমবারের মত বিদ্যুৎ দাম কমানোর ওপর বৃহস্পতিবার ঢাকায় গন শুনানির আয়োজন করে। এর আগে কমিশন শুধু বিদ্যুতের দাম বাড়ানোর জন্য গন শুনানির আয়োজন করেছে।
বৃহস্পতিবারের গন শুনানিতে অংশ নিয়ে ক্যাব এর জ্বালানী উপদেষ্টা ড. শামসুল ইসলাম বিভিন্ন হিসেব নিকেশ তুলে ধরে বলেন পাইকারি পর্যায়ে বিদ্যুতের বর্তমান ইউনিট প্রতি উৎপাদন মূল্য ৪ টাকা ৯০ পয়সা থেকে ১ টাকা ৫৬ পয়সা কমিয়ে ৩ টাকা ৩৪ পয়সা করা সম্ভব। তবে সরকারের বিদ্যুৎ উৎপাদন সংস্থা পিডিবি এর ব্যবস্থাপনা পরিচালক বলেছেন ওই দামে বিদ্যুৎ দিতে হলে ৫৫ পয়সা সমন্বয় সহ সরকারকে বার্ষিক প্রায় সাড়েতিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
গন শুনানিতে বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন সুশীল সমাজের ব্যক্তিরা এবং রাজনৈতিক নেতারা। উল্লেখ্য, পিডিবি সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।