অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রফতানি আয়ের পরিমাণ প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে


সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৫৩ কোটি অ্যামেরিকান ডলারের ওপর যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। বছরটিতে বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি রফতানির লক্ষ্যমাত্রা স্থির করেছিল ৩ হাজার ৯০০কোটি ডলার । ইপিবি'র হিসেব অনুযায়ী লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪ শতাংশের বেশি। বছরটিতে রফতানি আয়ের ৮৪ শতাংশের বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে। গত অর্থবছরে এ খাতে রফতানি আয় বেড়েছে প্রায় সাড়ে ১১ শতাংশ এবং মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৪১৩ কোটি ডলার।

রপ্তানিকারকরা বলছেন, গত কয়েক বছরে বাংলাদেশে গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তায় বড়ো অগ্রগতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে এবং রফতানি আদেশ বেড়েছে। গত বছর অন্যান্য যে সকল পন্যের রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে সেগুলোর মধ্যে রয়েছে কেমিক্যাল, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, বিশেষায়িত টেক্সটাইল, টেরিটাওয়েল এবং ফার্নিচার সামগ্রী।

বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG