মাত্র পাচ দিনের ব্যবধানেই আবারো সৌদি আরব থেকে নানা ধরনের নির্যাতন আর বেতন না পাওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে এসেছেন ৬২ জন বাংলাদেশী নারী গৃহকর্মী। ১৪ ফেব্রুয়ারি রাতে ফিরেছিলেন ৩২ জন। আর ২০১৯-এর জানুয়ারি আর ফেব্রুয়ারির এই কয়দিনেই দেশে ফিরে এসেছেন সাড়ে তিনশ’র বেশী বাংলাদেশী নারী গৃহকর্মী। ২০১৮ সালে ফিরে এসেছেন ১২ শতাধিক। মঙ্গলবার রাতে যারা ফিরেছেন তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আরও অনেক নারী গৃহকর্মী নির্যাতনের শিকার হচ্ছেন। ঢাকায় অধিকার সক্রিয়বাদী সংস্থা ও বিশেষজ্ঞগণ জানিয়েছেন, নির্যাতন থেকে রক্ষা পেতে অনেকেই বাংলাদেশ দূতাবাসের সেফহোমে আশ্রয় নিয়েছেন।
গত তিন বছরে কমপক্ষে ৮ হাজার বাংলাদেশী নারী গৃহকর্মী বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন। তবে কতোজন সেফহোমে আশ্রয় নিয়েছেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য ঢাকায় পাওয়া যায়নি। প্রায় একলাখ বাংলাদেশী নারী গৃহকর্মী ২০১৬ সালের পরে সৌদি আরব গেছেন।
ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।