এই প্রথম কলকাতা মহানগরীর বুকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চলচিত্র উৎসব,যা শুরু হচ্ছে আজই কলকাতার নন্দন প্রেক্ষা গৃহ থেকে।একই সাথে কলকাতার নন্দন ও নজরুল তীর্থে বাংলাদেশের মুক্তি যুদ্ধ বিষয়ক এক দূর্লভ আলোকচিত্র প্রর্দশনীরও আয়োজন করা হচ্ছে।
উৎসব চলবে আজ থেকে আটই জানুয়ারী পর্যন্ত। এই উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিস্তারিত জানান। এই চলচিত্র উৎসবের আয়োজন উপলক্ষেই কলকাতার এক বেসরকারী হোটেলে বাংলাদেশের তথ্য মন্ত্রী হাসানূল হক ইনু কলকাতার চলচিত্র পরিচালক প্রোযোজক ও বিশিষ্টজনেদের মুখোমুখি হয়ে এক মতবিনিময় সভায় যোগদান করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানূল হক ইনু বলেন এই চলচিত্র উৎসবের আয়োজন দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করবে। ঠিক তেমনি সিনেমা নিয়ে দুপারের শিল্পী কলাকুশলী ও আমজনতার চিন্তাভাবনারও বিনিময় সম্ভব হবে।একই সাথে আলোচনায় ভারত ও বালাদেশের সর্ম্পকের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন মুক্তি যুদ্ধের ইতিহাস যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ ও ভারতের সর্ম্পকও ততদিন অটুট থাকবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ বাংলাদেশের উপহাই কমিশনার মইনূল কবীর সহ বিশিষ্ট জনেরা।