অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আরো ৫টি জেলা বন্যা কবলিত হওয়ার আশংকা রয়েছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী


বাংলাদেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লক্ষ লক্ষ বন্যাকবলিত মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশের ১৩টি জেলা বন্যা কবলিত হয়েছে। ঢাকার পাশ্ববর্তী ৪টি এবং ভোলা অর্থাৎ আরো ৫টি জেলা বন্যা কবলিত হওয়ার আশংকা প্রকাশ করেছেন মন্ত্রী।

ওই সংবাদ সম্মেলনে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী চীন এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের আসামসহ ওই এলাকার বন্যার কারণে বাংলাদেশের বন্যা দীর্ঘায়িত হতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন।

দেশের প্রধান প্রধান নদনদীর অধিকাংশেরই পানি বেড়েছে এবং বেশ কয়েকটির পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG