অ্যাকসেসিবিলিটি লিংক

২০৫০ সাল নাগাদ বাংলাদেশের এক-তৃতীয়াংশ এলাকা সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কা


সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের এক-তৃতীয়াংশ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

বিশ্বের প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনে প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদনে ভয়াবহ এই আশঙ্কার কথা তুলে ধরে বলা হয়, এ কারনে ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশের উপকূলের চার কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জলবায়ু পরিবর্তন বিষয়ক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ক্লাইমেট সেন্ট্রাল’ এর বৈশ্বিক পরিসরে তৈরি করা এই গবেষণা প্রতিবেদনে বলে হয়েছে, চলতি শতাব্দীর শেষে নাগাদ দেশটিতে ক্ষতির শিকার এই মানুষের সংখ্যা সাত কোটিতে পৌঁছাবে। বিশ্বের উপকূলীয় দেশ ও দ্বীপরাষ্ট্র গুলোতেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ব্যাপক প্রভাব পড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে প্রতিবেদনটিতে।

বলে হয়েছে, এর ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হবে এশীয় দেশগুলো যার মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে বিশ্বের ৭০ শতাংশ মানুষ অধ্যুষিত ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও জাপান।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00



XS
SM
MD
LG