বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী দুই দিনের রাশিয়া সফরের লক্ষ্যে রোববার পূর্বাহ্নে মস্কোর উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র দফতর পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রাশিয়ার পররাষ্ট্র দফতর এই বিবৃতিতে বলেছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ- এর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সফর করছেন। সোমবার দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে ঢাকায় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী সমস্যার বিষয়টি বাংলাদেশের দিক থেকে উত্থাপন এবং রাশিয়ার সহায়তা কামনা করা হবে। কারণ জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে রোহিঙ্গা ইস্যুতে চীন এবং রাশিয়া সব সময়ই মিয়ানমারের পক্ষ নিয়ে থাকে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন খাতে রাশিয়ার সাথে যেসব বিষয়গুলো চলমান রয়েছে সে সব বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।