অ্যাকসেসিবিলিটি লিংক

কূটনীতিকদের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছে বাংলাদেশ সরকার


বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সহ অন্যান্য বিষয়াবলী তুলে ধরা হয়।

নব নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন কূটনীতিকদের কাছে এ সকল বিষয় তুলে ধরেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল কূটনীতিকদের সাথে আব্দুল মোমেনের প্রথম বৈঠক।

বিবৃতিতে বলা হয় পররাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত থাকবে।

তবে বৈঠক শেষে কূটনীতিকরা জানিয়েছেন গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে কোন কথা হয়নি। ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচারি বলেন, কূটনীতিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের উন্নয়নে তাঁদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জাপান, চীন, ভারত, নেদারল্যান্ডসসহ অন্যান্য দেশের কূটনীতিক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG