অ্যাকসেসিবিলিটি লিংক

রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনা স্মরনে নিউইয়র্কে কর্মশালা


বাংলাদেশে পাঁচ বছর আগে ঢাকার অদুরে রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনা স্মরনে ১০ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত হয় একটি বিশেষ অনুষ্ঠান। শ্রমিকের অধিকার, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশে কোন পরিবর্তন হয়েছে কি- এই শিরোনামের বিশেষ কর্মশালা ও ফোরামের যৌথ আয়োজনে ছিলো দ্যা ফোরড ফাউন্ডেশন, দ্যা নভো ফাউন্ডেশন অব টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি, ILGWU হেরিটেজ ফান্ড এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশন।

রানা প্লাজার দুর্ঘটনা স্মরনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে মূলধারার বিভিন্ন ক্ষেত্রের অনেক বিশিষ্টজন যোগ দেন। ম্যানহাটানে অবস্থিত ফোরড ফাউন্ডেশন এর মিলনায়তনে দুপুর একটা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা এই অনুষ্ঠান চলে।

ভয়েস অব আমেরিকার সাথে আলাপ হয় অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে আসা বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল কর্মচারী ফেডারেশন এর সভাপতি বাবুল আখাতার, বাংলাদেশে আন্তর্জাতিক সংগঠন ACCORD এর সহকারি পরিচালক মাইকেল ব্রাইড ও বাংলাদেশ নিউজ ২৪ এর ইংরেজি বিভাগের প্রধান অরুন দেবনাথের সঙ্গে।

please wait

No media source currently available

0:00 0:06:43 0:00

XS
SM
MD
LG