যাদের ‘জীবনের ঘামে ভেঁজা শরীরের বিনিময়ে পথ চলে দোলা’, তারা শ্রমজীবী মানুষ। ২০১৩ সালের চব্বিশে এপ্রিলের সকাল বেলাটি অন্যরকম হতে পারতো। কিন্তু তা হয়নি। ঢাকার অদূরে সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার নিচে এগারশ-র বেশি সংখ্যক মানুষ প্রাণ দিয়ে দিনটিকে স্মরণীয় করে দিয়ে গেলেন। ঐ ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন আরো অনেক মানুষ। তেমনি দুজনের সাথে কথা বলেছেন ভয়েস অব আমেরিকার আহসানুল হক। একজন হলেন ফাতেমা আখতার বিথী, আরেকজন লাইলি আখতার। কেমন আছেন তারা? চলুন শোনা যাক।
(বিস্তারিত শোনার জন্য নিচে ক্লিক করুন)
(বিস্তারিত শোনার জন্য নিচে ক্লিক করুন)