অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পোশাক শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার


বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে শ্রমিকদের টানা বিক্ষোভের মুখে সরকার রোববার বিকেলে সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে।

মজুরি পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটির বৈঠকে সংশোধিত মজুরি কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেন। সংশোধিত মজুরি কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে মোট ১৮,২৫৭ টাকা, দ্বিতীয় গ্রেডে ও ১৫,৪১৬ টাকা, তৃতীয় গ্রেডে ৯,৮৪৫ টাকা, চতুর্থ গ্রেডে ৯,৩৪৭ টাকা,পঞ্চম গ্রেডে ৮,৮৭৫ টাকা এবং ষষ্ঠ গ্রেডে ৮,৪২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মজুরি কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবীতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকরা রোববার টানা সপ্তম দিনের মত বিক্ষোভ করেছেন। এসময় রাজধানীর অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ রত হাজার হাজার শ্রমিকের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভ কারিদের ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ছোড়ে এবং কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে যখন কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG