বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১২ দফা দাবি ২৮শে আগস্টের মধ্যে মানা না হলে, ঐ দিনই দেশব্যাপী ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি । তাদের ঐ ১২ দফা দাবির মধ্যে রয়েছে, ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়ানো ।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়ে পরিষদের আহবায়ক এম নাজমুল হক বলেন, ঐদিন দেশের সব পেট্রোলপাম্প এবং ট্যাংক লরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে। এরপরও দাবি মানা না হলে অনির্দিষ্ট কালের ধর্মঘটে যাওয়ার হুমকি দেন পরিষদের নেতারা।
এর আগে, সিএনজি গ্যাস স্টেশনের মালিকরা গ্যাসের দাম বাড়ালে তারাও অনির্দিষ্ট কালের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন।
এদিকে, গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের কড়া সমালোচনা করে বিএনপি এধরনের জনবিরোধী কাজ থেকে সরকারকে বিরত থাকার আহবান জানিয়েছে।
দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবে। ঢাকা থেকে জহুরুল আলম।