অ্যাকসেসিবিলিটি লিংক

চারজন তরুণ এর উদ্ভাবন জিনি; মুখের আদেশে চালু ও বন্ধ করা যায় লাইট, ফ্যান


সম্প্রতি বাংলাদেশের চারজন তরুণ “জিনি'' নামের একটি ডিভাইস ও সিস্টেম তৈরী করেছেন, যা দ্বারা গুগল অ্যাসিস্ট্যন্ট কিংবা অ্যালেক্সার মতো মুখের আদেশে চালু ও বন্ধ করা যায় লাইট, ফ্যান এর মত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র। তবে গুগল অ্যাসিস্ট্যন্ট বা অ্যালেক্সার সাথে এই জিনি’র পার্থক্য হচ্ছে, এই জিনি বাংলাতেই হুকুম তামিল করে। তাদের উদ্ভাবিত এই সিস্টেমে বাসায় ঢুকে স্মার্ট ফোনে বাংলায়, ‘লাইট আর ফ্যানটা চালাও তো জিনি’ বললেই সঙ্গে সঙ্গে ঘরে জ্বলে উঠবে বাতি আর ঘুরবে পাখা। এই ডিভাইস নিয়ে কাজ করছে চার তরুণ এর ‘জিনি আইওটি’। তাদের বিস্তারিত গল্প এখানে...

XS
SM
MD
LG