অ্যাকসেসিবিলিটি লিংক

পোশাক শিল্প ও ঢাকা অ্যাপারেল সামিট নিয়ে অর্থনীতিবদ মোস্তাফিজুর রহমানের বিশ্লেষন


পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ আয়োজন করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। অ্যাপারেল সামিট নিয়ে সপ্তাহখানেক ধরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কারণ, বিশ্বখ্যাত পাঁচ ব্র্যান্ড—এইচঅ্যান্ডএম, ইন্ডিটেক্স (জারা), সিঅ্যান্ডএ, নেক্সট এবং চিবো অ্যাপারেল সামিট বর্জন করার ঘোষণা দিয়েছে। কেন বিশ্বখ্যাত পাঁচটি ব্র্যান্ড অ্যাপারেল সামিট বর্জনের ঘোষনা দিল এবং বাংলাদেশের পোশাকশিল্পে এর কি প্রভাব পড়বে, তা নিয়ে ভয়েস অফ আমেরিকা কথা বলে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ও অর্থনীতিবদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

please wait

No media source currently available

0:00 0:06:53 0:00

XS
SM
MD
LG