অ্যাকসেসিবিলিটি লিংক

সাউথ-সাউথ কোঅপরেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪’র ভিশনারী এ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ


সাউথ-সাউথ কোঅপরেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪’র ভিশনারী এ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। ২১শে নভেম্বর শুক্রবার ওয়াশিংটনে অর্গানাইজেশন অব আমেরিকান ষ্টেটস এর সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেণ তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তি সম্প্রসারণ, তৃণমুল জনগোষ্ঠির কাছে স্বাস্থ্যসেবা পৌছেঁ দেয়া, সমাজের অবহেলিত মানুষের জীবন-মানোন্নয়ন ও দারিদ্র বিমোচনে অসামান্য সাফল্যের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হল ভিশনারী এ্যাওয়ার্ড। প্রধানমন্ত্রী’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পুরস্কার গ্রহণকরার পর বলেন বাংলাদেশের জন্য এ এক অসামান্য সাফল্যের স্বীকৃতি।

অনুষ্ঠান শেষে ভয়েস অব আমেরিকাকে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে নিষ্ঠা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন।

অন্যান্য বছরের ধারাবাহিকতায় উন্নয়নশীল দেশসমূহের বানিজ্য, প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ও জলবায়ু খাতে পারস্পারিক সহযোগিতার অঙ্গীরের মধ্য দিয়ে, ১৭ই নভেম্বর থেকে ২১শে নভেম্বর ওয়াশিংটনে অর্গানাইজেশন অব আমেরিকান ষ্টেটস এর সদর দপ্তরে অনুষ্ঠিত সাউথ-সাউথ কো-অপরেশন এ্যান্ড ডেভলপমেন্ট এক্সপো-২০১৪ শেষে এ পুরস্কার দেয়া হয়। ১৭ই নভেম্বর এক্সপোর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। সমাপনী অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন তিনি। ভয়েস অব আমেরিকাকে তিনি বলেন এ পুরস্কার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে অর্গানাইজেশন অব আমেরিকান ষ্টেটস এর মহাসচিব ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানগণ এবং যুক্তরাস্ট্রে বাংলাদেশের রাস্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG