অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ২০১৮ সালে ৪৬৬ ব্যক্তি বিচারবর্হিভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন: আইন ও সালিশ কেন্দ্র


বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আসক জানিয়েছে, ২০১৮ সালে দেশে ৪৬৬ ব্যক্তি বিচারবর্হিভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকায় ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১৮ পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আসক বলেছে, ৪৬৬ জনের মধ্যে ৪ঠা মে থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে ‘বন্দুক যুদ্ধে’ ২৯২ জন নিহত হয়েছেন। সংস্থাটির হিসেব অনুযায়ী ২০১৭ সালের তুলনায় গত বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে ২৮৭ শতাংশ।

আসক এর নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেছেন, বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের তদন্ত হওয়া জরুরী। তিনি বলেন, সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক।

আসক বলেছে, বছরটিতে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে ৭৩২টি ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬৩ জনকে এবং ১,০১১ জন শিশু নিপীড়নের শিকার হয়েছে, নিপীড়নের পর হত্যার ঘটনা ঘটেছে ২৮৩টি ও আত্মহত্যা করেছে ১০৮ জন শিশু। এছাড়া পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন ৬৭ জন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG