অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের হাওর অঞ্চলের রক্ষণাবেক্ষণে অনিয়ম হয়েছে: দুদক


বাংলাদেশের হাওর অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রক্ষণাবেক্ষণে অনিয়ম এবং গাফিলতি হয়েছে বলে দুর্নীতি দমন কমিশন দুদক এর কাছে স্বীকার করেছেন সরকারের ঊর্ধ্বতন চার জন কর্মকর্তা।

দুদক এর মহাপরিচালক মুনীর চৌধুরীর সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন ওই চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং তাদেরকে হাওর অঞ্চলের বাধ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দুর্নীতির বিষয়েও প্রশ্ন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা ব্যাপি জিজ্ঞাসাবাদের পর ওই চার কর্মকর্তা সাংবাদিকদের সাথে কোন কথা না বলে চলে যান। কর্মকর্তারা হলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গির কবির, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাই বাকি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন-অর-রশিদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান।

সরকার জানিয়েছে এপ্রিল মাসে হাওড় অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গে সেখানকার নিন্মাঞ্চল প্লাবিত হলে মোট দুই লাখ ২০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। তবে বেসরকারি হিসেবে হাওড়ে বন্যার কারনে ২২ লাখ টন খাদ্য শস্য নষ্ট হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG