এ বছরে হজ পালন করবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশী। ইতোমধ্যে বাংলাদেশী হজ্জযাত্রীগণ সৌদি আরবে পৌছে গেছেন। হজ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৬ জন বাংলাদেশী হজ্জযাত্রী ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ৮ জন নারী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ৩৮ জন, মদিনায় ৬ এবং জেদ্দায় ২ জন মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিতকারণসহ বিভিন্ন কারণে তারা মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। এদিকে, বাংলাদেশের ধর্মমন্ত্রী বলেছেন, তারা কয়েকটি হজ এজেন্সির অনিয়ম এবং গাফিলতির অভিযোগ পেয়েছেন। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমকে বলেছেন। সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশী এক হজ এজেন্সির বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে।