অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আরেক দফা হামলা


মাত্র ৫ দিনের মথায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরের ওপর শুক্রবার আরেক দফা হামলার ঘটনা ঘটেছে।

গত ৩০ শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি মুসলমানদের সর্বোচ্চ পবিত্র স্থান কাবা শরিফের বিকৃত ছবি ফেইসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সেখানে হিন্দুদের অন্তত ১০টি মন্দির এবং শতাধিক বাড়িঘরে হামলা এবং ভাংচুর চালান হয়।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তেরা শুক্রবার ভোরে নাসিরনগরে হিন্দুদের অন্তত ৫টি বাড়ি ঘরে আগুন দিয়েছে। তবে ওই হামলায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এসকল ঘটনায় ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে রসরাজ দাসকে এবং বাড়িঘরে হামলার দায়ে ১০ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

দেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি নাসিরনগরের ঘটনার বিচার বিভাগিয় তদন্ত দাবি করেছে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠন।

নাসিরনগরের হামলার ঘটনায় সরকারের কঠোর অবস্থানের উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG