আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ) সোমবার এক প্রতিবেদনে বলেছে, গত অক্টোবর-নভেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৪০টি রোহিঙ্গা গ্রামে বাড়ি-ঘরে আগুন দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। স্যাটেলাইটে প্রাপ্ত ছবির ভিত্তিতে সংস্থাটি ওই প্রতিবেদন তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশে সাথে যখন আলোচনা চলছিল এবং ২৩ নভেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় তখনই ওই ধ্বংসযজ্ঞ চালানো হয়। এইচআরডব্লিউ বলছে, এই ঘটনায় প্রমাণ করে যে, সমঝোতার ব্যাপারে মিয়ানমার যা বলছে- তা আসলে তাদের ভেল্কিবাজী। সংস্থাটি জানায়, ২৫ আগস্ট থেকে এই পর্যন্ত রাখাইন রাজ্যের ৩৫৪টি রোহিঙ্গা গ্রামে আগুন দেয়া হয়েছে বলে তারা প্রমাণ পেয়েছেন।
এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনে পরবর্তী করণীয় এবং সমঝোতা স্মারকের ভিত্তিতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের লক্ষ্যে মঙ্গলবার ঢাকায় মিয়ানমারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসবে। ২৩ নভেম্বরের চুক্তি মোতাবেক ১৪ ডিসেম্বরের মধ্যেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বাধ্যবাধ্যকতা থাকলেও মিয়ানমারের কারণে তা সম্ভব হয়নি।