অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্য সাগরের নৌকাডুবিতে বাংলাদেশীও রয়েছেন


ভূমধ্য সাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় বেশ কিছু বাংলাদেশী রয়েছেন। তবে কতজন বাংলাদেশী রয়েছেন তা জানা যায়নি। ইতোমধ্যেই ৬৫ জনের মৃত্যুর খবর এসেছে। যদিও রাষ্ট্র নিয়ন্ত্রিত তিউনিসিয়ার বার্তা সংস্থা আফ্রিক ৭০ জনের মৃত্যুর খবর দিয়েছে। ইউএনএইচসিআর বাংলাদেশী শরণার্থীর কথা স্বীকার করেছে। গত ৪ মাসে এই রুটে নৌকা ডুবিতে ১৬৪ জনের প্রাণহানি ঘটেছে।

উদ্ধারকৃত এক শরণার্থীর উদ্ধৃতি দিয়ে ইউএনএইচসিআর জানায়, নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের লক্ষ্যে আফ্রিকার সমুদ্র উপকূলবর্তী দেশ লিবিয়ার যুয়ারা এলাকা থেকে প্রায় ৬৫ জনের একটি দল বৃহস্পতিবার সন্ধায় যাত্রা করে। শুক্রবার সকালে অভিবাসন প্রত্যাশীদের দলটি তিউনিসিয়া উপকূলের কাছাকাছি আসলে সমুদ্রের বড় ঢেউয়ের ধাক্কায় তাদেরকে বহনকারি নৌকাটি উল্টে যায়।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG