বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের মধ্যে ৯০ শতাংশের বেশি অনিয়ম ও প্রতারণার শিকার হচ্ছেন বলে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন নিয়ে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এ তথ্য জানিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন দালাল চক্র, প্রক্রিয়াগত জটিলতা এবং সুশাসনের ঘাটতির কারণে বাংলাদেশ থেকে যারা অভিবাসনে যাচ্ছেন, তাঁরা কোনো না কোনোভাবে বা পর্যায়ে প্রতারণা এবং দুর্নীতির শিকার হচ্ছেন।
অভিবাসন প্রত্যাশী কর্মীর চাহিদার চেয়ে আগ্রহী শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো এবং দূতাবাস এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে বলেও জানান তিনি। তিনি বলেন একারনে
অভিবাসনপ্রত্যাশীদের ৪ থেকে ৫ গুন অতিরিক্ত অর্থ ব্যায় করতে হচ্ছে।
ড. ইফতেখার জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের মাধ্যমে এ সমস্যা কমিয়ে আনা সম্ভব।