সৌদি আরবের দাম্মাম শহরে সে দেশের পুলিশের এলোপাথাড়ি গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন নিহত এবং আহতদের স্বজনরা।কিশোরগঞ্জ জেলার ভৈরবে অবস্থানরত নিহত শামীম ও শাহ পরানের এবং আহত মাহবুবের স্বজনরা রোববার সাংবাদিকদের জানিয়েছেন মঙ্গলবার রাতে আকামা জটিলতা নিরসনে শহরের আল-আতিফ এলাকায় যান ওই তিন বাংলাদেশি। স্বজনরা বলেছেন ওই সময় এলাকাটিতে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষের জেরে লোকজন চলাচলের ওপর কর্তৃপক্ষ যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা জানতেন না ওই তিনজন।
ওই পরিস্থিতিতে তারা একটি গাড়িতে করে সেখানে গেলো সৌদি পুলিশ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করেছে বলে স্বজনরা জানিয়ে বলেছেন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হন। গুরুতর আহত মাহাবুবকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত দুই বাংলাদেশী সৌদি আরবে ব্যবসা করতেন বলে জানা গেছে।