অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনদিনের বাংলাদেশ সফরে শুক্রবার শেষ বিকেলে ঢাকায় গিয়ে পৌঁছেছেন। ঢাকায় কর্মকর্তারা জানান, সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, অস্ত্র, মাদক ও অবৈধ মুদ্রা পাচারসহ আন্ত:সীমান্ত অপরাধ দমনের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যু আলোচনায় উঠবে বলে জানা গেছে।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে সংশোধিত ভ্রমণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে কথা রয়েছে। তিনি ঢাকায় ভারতের নতুন ভিসা আবেদন কেন্দ্র এবং সারদার পুলিশ একাডেমীতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করবেন বলে কর্মসূচি স্থির করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00




XS
SM
MD
LG